ফ্লেক্সি ভিসার নতুন সংস্করণ নি‌য়ে বাহরাই‌ন দূতাবাসে সেমিনার

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২২ জানু ২০২৩, ০১:১৫ অপরাহ্ণ


ফ্লেক্সি ভিসার নতুন সংস্করণ নি‌য়ে বাহরাই‌ন দূতাবাসে সেমিনার

স্টাফ রিপোর্টার:
বাহরাইনে নতুন সংস্কারে কর্মী নিবন্ধন পদ্ধতি সম্পর্কে একটি সচেতনতামূলক সেমিনার আয়োজন ক‌রে‌ছে বাংলাদেশ দূতাবাস।

শনিবার (২২ জানুয়া‌রি) বাহরাইনের মানামা বাংলা‌দেশ দূতাবাসে সেমিনারটির আয়োজন ক‌রা হয়।

সে‌মিনা‌রের সভাপতিত্ব করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম। এলএমআরএ’র প‌ক্ষে উপ‌স্থিত ছি‌লেন ডেপুটি সিইও-রির্সোস অ্যান্ড সার্ভিস হিসাম মুহাম্মদ।

সে‌মিনা‌রে এলএমআরএ’র নতুন সংস্কারের বিষয়ে একটি প্রেজেন্টেশন স্লাইড আকারে উপস্থাপন করা হয়।

রাষ্ট্রদূত এ ধর‌নের সচেতনতামূলক সেমিনার আয়োজন করার জন্য এলএমআরএ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তি‌নি বাহরাইনে অবস্থানরত ফ্লেক্সি ভিসাধারী ও অনিয়মিত কর্মীদেরকে এ পদ্ধতির অধীনে নিবন্ধন করার জন্য আহ্বান জানান।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1.2K বার