সিলেট আদালত চত্বরে আইনজীবী ও পুলিশের হাতাহাতি

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০২ মে ২০২৪, ০৫:২৭ অপরাহ্ণ


সিলেট আদালত চত্বরে আইনজীবী ও পুলিশের হাতাহাতি

স্টাফ রিপোর্টার:
সিলেটের আদালতপাড়ায় নারী পুলিশ ও মহিলা আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (২ মে) দুপুরে আদালতপাড়ার শাহপরান (র.) থানা জিআরওতে এ ঘটনার সূত্রপাত হয়।

জানা গেছে, আদালতের শাহপরান (র.) থানা জিআরও’র দায়িত্বরত এসআই শামীমা বেগম ও কনস্টেবল বিউটি পুরকায়স্থ এর কাছে একটি মামলার নথি দেখতে চান আইনজীবি কাজি সেবা বেগম। এই বিষয়ের জেড় ধরেই শুধু হয় উত্তেজনা। একপর্যায়ে শুরু হয় পুলিশ ও নারী আইনজীবিদের মধ্যে হাতাহাতি। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় আইনজীবীরা রুদ্ধদ্বার বৈঠকে রয়েছেন।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালতপাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, আদালতপাড়ায় মহিলা আইনজীবী কাজি সেবা বেগম শাহপরান থানা জিআরও কার্যালয়ে গিয়ে এক নারী কনস্টেবলের ওপর অতর্কিত হামলা চালান। এ ঘটনার জেরে আইনজীবীরা মিছিল সহকারে এসে হামলা করেন। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে কি কারণে ঘটনাটি ঘটেছে, তা তদন্তনাধীন রয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার