‘কিশোর গ্যাং’ কালচার নির্মূলে মদদদাতাদেরও ছাড় নয়

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১১ মার্চ ২০২৪, ০১:৪৩ অপরাহ্ণ


‘কিশোর গ্যাং’ কালচার নির্মূলে মদদদাতাদেরও ছাড় নয়

স্টাফ রিপোর্টার:
র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, কিশোর গ্যাং কালচার নির্মূলে মদদদাতাদেরও ছাড় দেওয়া হচ্ছে না।

সোমবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

খন্দকার আল মঈন বলেন, কিশোর গ্যাংয়ের সঠিক সংখ্যা বলা কঠিন। আজকে কিশোর অপরাধে জড়িত ৩২ জনকে আটক করেছে র‍্যাব-১। কিশোর গ্যাং, গ্যাং কালচার ও কিশোর অপরাধীদের যারা মদদ দিচ্ছে তাদেরও আইনের আওতায় নিয়ে আসছি।

কবি নজরুল কলেজের ছাত্র পিয়াস হত্যায় যাদের আটক করা হয়েছে তাদের বয়স ১৮ থেকে ২১ বছর। তারাও তরুণ। যে কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে যাদের নামে মামলা হচ্ছে তাদেরও আমরা আইনের আওতায় নিয়ে আসছি।

তিনি বলেন, একটি সামাজিক উদ্যোগ গড়ে তোলার জন্য আমাদের যার যার ক্ষেত্র থেকে চেষ্টা করে যাচ্ছি। তথ্য উপাত্ত দিয়ে সহায়তা করা বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় যাচ্ছি। কিশোর গ্যাং নিয়ে একটি বইও লিখেছি। যে যার সেক্টর থেকে আমরা সবাই চেষ্টা করে যাচ্ছি যাতে সমাজ থেকে কিশোর অপরাধ নির্মূল করা যায়।

তিনি আরও বলেন, যারা এ ধরনের অপরাধ করছে বা জড়িত রয়েছে তাদেরকে যদি আইনের আওতায় না আনা হয় তাহলে অপরাধের মাত্রা বেড়ে যাবে। অপরাধীদের সাহস বেড়ে যাবে। যারা অপরাধ করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি, ছাড় দিচ্ছি না। এ ধরনের অভিযান চলমান থাকবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 986 বার