আজই কারামুক্ত হতে পারেন এ্যানি-সালাম
১৮ জানু ২০২৩, ০৬:৪২ অপরাহ্ণ
আদালত প্রতিবেদক:
রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও দলটির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের জামিননামা দাখিল করেছেন তাদের আইনজীবী। ওই দুইজনের বিরুদ্ধে আর কোনও মামলা না থাকায় আজই তারা কারামুক্তি পাবেন বলে আশাবাদী আইনজীবী।
হাইকোর্টের জামিনের আদেশ আসার বুধবার (১৮ জানুয়ারি) তাদের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের জুডিশিয়াল মুন্সিখানায় এ জামিননামা দাখিল করেন।
অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ্যানি ও সালামকে ছয়মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আজ হাইকোর্টের জামিনের আদেশ হাতে পেয়ে আমরা জামিননামা দাখিল করি। আশা করছি আজই তারা কারামুক্ত পাবেন।
এর আগে মঙ্গলবার (১৭ জানুয়ারি) হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের বেঞ্চ তাদের জামিন বহাল রাখার আদেশ দেন।
গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত এবং পুলিশসহ অর্ধশত ব্যক্তি আহত হন। সংঘর্ষের পর রাতে পুলিশ বিএনপির কার্যালয়ে অভিযান চালায়। পরদিন পল্টন, মতিঝিল, রমনা ও শাহজাহানপুর থানায় পৃথক চারটি মামলা করে পুলিশ। এতে ২ হাজার ৯৭৫ নেতা-কর্মীকে আসামি করা হয়। তাদের মধ্যে নাম উল্লেখ করা হয়েছে ৭২৫ জনের।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার