ইতালিতে পাসপোর্ট জালিয়াত চক্রের ৯ সদস্য আটক

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১৪ ফেব্রু ২০২৪, ০৬:২৮ অপরাহ্ণ


ইতালিতে পাসপোর্ট জালিয়াত চক্রের ৯ সদস্য আটক

প্রবাস ডেস্ক:
অভিবাসীদের কাছে জাল পাসপোর্ট সরবাহকারী একটি গ্যাংয়ের নয় সদস্যকে আটক করেছে ইটালির আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে ইটালীয় কর্তৃপক্ষকে সহায়তা করেছে ইউরোপীয় পুলিশ সংস্থা ইউরোপোল।

ইটালির ন্যাপলস অঞ্চলে অভিযানটি পরিচালনা করা হয়। অপরাধী চক্রটি অনিয়মিত অভিবাসীদের কাছে জাল পাসপোর্ট সরবরাহ করত যাতে করে সহজে তারা সীমান্ত তল্লাশি এড়াতে পারে।

ইটালীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা আনসা জানিয়েছে, অভিযানে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন কার্ড এবং জাতীয় পরিচয়পত্রসহ বেশ কিছু জাল নথি জব্দ করা হয়েছে।

আটককৃত মোট নয়জনের মধ্যে তিনজনকে হোম অ্যারেস্ট বা গৃহবন্দি এবং বাকি ছয়জনের বিরুদ্ধে ইটালির ক্যাম্পানিয়া অঞ্চলে বসবাসে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, চক্রটি বিদেশি মধ্যস্থতাকারীদের সহায়তায় বিভিন্ন চক্রের সাথে মিলে জাল পাসপোর্ট মুদ্রণের জন্য প্রস্তুত করত। অভিবাসীদের ব্যক্তিগত তথ্য দিয়ে পাসপোর্টগুলো বানানো হতো।

 

এই নথিগুলির সাহায্যে শেঙেন এলাকার বাইরের দেশগুলো থেকে আসা অভিবাসীরা কোন প্রকার কঠোর নিয়ন্ত্রণের মধ্য দিয়ে যাওয়া ছাড়াই ইউরোপীয় দেশগুলোতে নিয়মিত চলাচল করতে চড়তে সক্ষম হয়েছিল।

ন্যাপলস কর্তৃপক্ষ এবং সালেরনো প্রদেশের প্রশাসন সমন্বিতভাবে এই অপরাধী সংগঠনকে খুঁজে বের করতে দীর্ঘদিন ধরে কাজ করেছে। অপারেশনটি সফল করতে একটি বিশেষায়িত ইউনিটে গঠন এবং বিভিন্ন কারিগরি সহায়তা নেয়া হয়েছিল।

আটককৃতদের সবার উচ্চ স্তরের বৈচিত্র্যময় প্রযুক্তিগত এবং টাইপোগ্রাফি দক্ষতার অধিকারী বলে জানিয়েছেন তদন্তকারীরা।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার