বিয়ানীবাজারের এক ইউপি চেয়ারম্যান কারাগারে

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১৩ ফেব্রু ২০২৪, ০৫:০১ অপরাহ্ণ


বিয়ানীবাজারের এক ইউপি চেয়ারম্যান কারাগারে

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমদ ওরফে ফরিদ আল মামুনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে একটি মামলায় জামিন চাইতে গেলে তার জামিন না মঞ্জুর করা হয়।

তিনি উপজেলা জামায়াতে ইসলামির রাজনীতির সাথে সম্পৃক্ত।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর জানান, একটি মামলায় চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। ওই মামলায় জামিন চাইতে গিয়ে তাকে কারাগারে পাঠান আদালত।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার