গোলাপগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১৩ ফেব্রু ২০২৪, ০১:৩১ অপরাহ্ণ


গোলাপগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়

গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে শিক্ষার মানন্নোয়নের লক্ষ্যে উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমের সঙ্গে শিক্ষক ও কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পৌর শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

 

এতে সভাপতিত্ব করেন দেওয়ান নাজমুল আলম। শিক্ষক মাখছুদুল করিমের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত এরশেদ। বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা পারভেজ তালুকদার, বীরেন্দ্র চন্দ্র দাস জহিরুল ইসলাম, সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক খছরু পারভেজ, লুৎফুর রহমান, মিনহসজ উদ্দিন, শরূফ আনোয়ার, হাসান চৌধুরী, তাজ উদ্দিন, ছালেহ আহমদ, বুরহান উদ্দিন, আব্দুল মুত্তাকিম।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার