কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

৩১ জানু ২০২৪, ০৭:২১ অপরাহ্ণ


কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ১শ ৭০ বোতল ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ জব্দ করেছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার তেলিখাল ইউনিয়নের চাটিবহর পিয়াইন নদী এলাকায় পুলিশ অভিযান চালিয়ে এই মদ জব্দ করে।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (মিডিয়া) মাসুদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার এসআই মনজুর রহমান, এ.এসআই কানন দাস ও বিজয়পাশি সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় পরিত্যক্ত অবস্থায় এ মদের চালান আটক করা হয়। এ মদের চালানে রয়েছে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ। যার বাজারমূল্য আনুমানিক ১ লাখ ১৭ হাজার ৬শ’ টাকা।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমদ মদ আটকের সত্যতা নিশ্চিত করেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার