সামনে বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও গভীর হবে : স্পিকার
২৫ জানু ২০২৪, ১২:০৬ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
আগামী দিনে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও গভীর হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
ঢাকায় ভারতীয় হাইকমিশনের আয়োজনে বুধবার রাতে দেশটির ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
স্পিকার বলেন, বাংলাদেশ ও ভারত দীর্ঘদিন ধরে বন্ধুত্ব উপভোগ করছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে দুই দেশের ঐতিহাসিক বন্ধনের সূচনা হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান বাংলাদেশের জনগণ সব সময় মনে রেখেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। হাইকমিশার বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের মূল লক্ষ্য দুই দেশের জনগণের উপকার করা। ভারতকে বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী।
ভারতীয় দূত প্রণয় বলেন, দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী দিনে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক আরও জোরদার হবে।
এই সংবাদটি পড়া হয়েছে : 985 বার