৫ মাস পর খালেদা জিয়া বাসায় ফিরতে পারেন আজ

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১১ জানু ২০২৪, ১২:৩২ অপরাহ্ণ


৫ মাস পর খালেদা জিয়া বাসায় ফিরতে পারেন আজ

স্টাফ রিপোর্টার:
পাঁচ মাসেরও বেশি সময় চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল ছেড়ে বাসায় ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকালে এভারকেয়ার হাসপাতাল থেকে তার রাজধানীর গুলশানের বাসায় ফেরার সম্ভাবনা রয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেএম জাহিদ হোসেন বিষয়টি জানিয়েছেন।

গত বছরের ৯ আগস্ট থেকে বিএনপির নেত্রী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল মঙ্গলবার মেডিকেল বোর্ড তাকে হাসপাতাল থেকে বাসায় নেওয়ার সিদ্ধান্ত দেয়।

দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন। দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন তিনি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার