বিয়ানীবাজারে প্রস্তুতিকালে দেশীয় অ-স্ত্র-সহ ২ ডাকাত সদস্য গ্রেফতার
০২ জানু ২০২৩, ০৩:২৪ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাতকে আটক করা হয়েছে। রবিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মোল্লাপুর ইউনিয়নের মোল্লাপুর শাহী ঈদগাহ পাশ এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশ।
আটকৃতরা হলেন উপজেলার পাতন বড়পাড়া এলাকার রফিক উদ্দিন ছেলে সামছুল হক ওরফে সামছু (৪৫) এবং জকিগঞ্জ উপজেলার বিলেরবন্দ গ্রামের খলিল আহমদের ছেলে জাফরান আহমদ (৩৫) । বর্তমানে জাফরান বিয়ানীবাজারের বৈরাগীবাজারের খসির আব্দুল্লাপুর এলাকায় বসবাস করে।
আটককালে তাদের সাথে থাকা প্রাইভেট কার তল্লাসী করে ২টি রাম দা, ২টি রড এবং গ্রীল কাটার যন্ত্র, পিবিসি পাইপের, লাঠি রশি সহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় এবং প্রাইভেটকারটি জব্দ করা হয়।
সোমবার বিয়ানীবাজার থানায় আটককৃত বিরুদ্ধে উপপরিদর্শক (এইআই) হিমেল বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করেন। তাদের বিরুদ্ধে আরো একাধিক চুরি ও ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, আটকৃতরা পেশাদার ডাকাত। তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত নানা আলামত উদ্ধার করা হয়েছে। সোমবার মামলা দায়ের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার