বিয়ানীবাজারে টাকাসহ ৯ জুয়াড়ি আটক

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১৩ ডিসে ২০২৩, ০৬:৩৭ অপরাহ্ণ


বিয়ানীবাজারে টাকাসহ ৯ জুয়াড়ি আটক

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজারে অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়। গত শনিবার দিবাগত রাতে উপজেলার লাউতা ইউনিয়নের গজারাই গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, লাউতা ইউনিয়নের গজারাই গ্রামের মেহের উদ্দিনের বসতঘরের বারান্দায় জুয়া খেলার সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ০৯ জন জুয়াড়িকে আটক করে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার ১ বান্ডিল কার্ড, নগদ ১৬ হাজার ৭শত টাকাসহ খেলার সরঞ্জাম জব্দ করে।

ধৃতরা হলো, বদরুল ইসলাম (৪৮), মো: ওয়াসিম (৩২), জামিল আহমদ ( ৪৬), খতিব আলী (৪৫), আলী হোসেন (৪০), আব্দুল লতিফ (২৮), আব্দুল হাসিব (৩৮), জামাল হোসেন (৩৫), জামাল হোসেন দুলন (৩৮)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক মেহের উদ্দিন (৪০), ফয়েজ উদ্দিন (৪৫), লিটন (৫০) পালিয়ে যায়।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। মাদক ও জুয়া বন্ধ করতে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। সবার সহযোগিতায় বিয়ানীবাজারকে মাদক ও জুয়া মুক্ত করা হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার