নির্বাচন: ১৩দিন টহলে থাকবে সেনাবাহিনী

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১২ ডিসে ২০২৩, ১২:১৯ অপরাহ্ণ


নির্বাচন: ১৩দিন টহলে থাকবে সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি। তবে নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন শঙ্কায় নির্বাচনের ৯ দিন আগে থেকেই সেনাবাহিনী টহলে থাকতে পারে।

সোমবার রাতে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান সাংবাদিকদের জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকতে পারে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান এই কর্মকর্তা।

নির্বাচনের আগে ও পরে মোট ১৩ দিন সেনা মোতায়েনের এ প্রস্তাব রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে; রাষ্ট্রপতির অনুমোদনের পরই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় ইসি।

এই সংবাদটি পড়া হয়েছে : 984 বার