জুড়ীতে অটোরিক্সা চাপায় তালহা’র মৃত্যু

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১১ ডিসে ২০২৩, ০৩:৪৮ অপরাহ্ণ


জুড়ীতে অটোরিক্সা চাপায় তালহা’র মৃত্যু

জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ীতে ব্যাটারী চালিত অবৈধ অটোরিক্সা চাপায় তালহা নামে প্রায় ৩ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। তালহা উপজেলার জায়ফরনগর ইউনিয়নের উত্তর জাঙ্গিরাই গ্রামের বাসিন্দা মুস্তাকিম হোসেনেরে একমাত্র পুত্র।

ঘটনাটি রবিবার সন্ধ্যার পূর্বে উত্তর জাঙ্গিরাই গ্রামে ঘটেছে।

পরিবার সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যার পূর্বে বাবার সাথে বাড়ীর নিকট রাস্তায় হাটছিল তালহা। তখন নয়াগ্রাম থেকে জুড়ীর দিকে আসা ব্যাটারী চালিত অবৈধ অটোরিক্সা দ্রুত গতিতে এসে তালহাকে চাপা দেয়। তালহাকে রক্ষা করতে গিয়ে তার বাবাও আহত হন। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তালহাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট প্রেরণ করেন। রাত ৮টার দিকে সিলেটের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তালহাকে মৃত ঘোষণা করেন।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার