মন্টুর গণফোরামের সঙ্গে বিএনপির বৈঠক
০২ জানু ২০২৩, ০৩:০২ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
চলমান সরকার বিরোধী যুগপৎ আন্দোলন মধ্যে মোস্তফা মহসিন মন্টুর নেতৃত্বাধীন গণফোরামের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।
সোমবার (২ জানুয়ারি) সন্ধ্যায় আরামবাগ গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে মোস্তফা মহসিন মন্টু বলেন, আজকের এ বৈঠক থেকে বিনা অপরাধে বন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ রাজবন্দীদের মুক্তির দাবি করছি।
তিনি বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের পর এ সরকারের অধীনে আর কেউ অবাধ সুষ্ঠু নির্বাচনের আশা করে না। তাই আগামী নির্বাচন হতে হবে একটি নিরপেক্ষ সরকারের অধীনে।
দুর্নীতিসহ দেশে যা হচ্ছে তা অকল্পনীয় বলে উল্লেখ করে মন্টু বলেন, ২০২৩ সালে আমাদের জন্য কি আছে, সেটা জানি না। তাই চলমান আন্দোলনকে বেগবান করতে হবে। এটা আমাদের ক্ষমতা দখল করার জন্য নয়, জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য। জনগণের অধিকারকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আজকে এ সিদ্ধান্ত নিয়েছি, এ বৈঠকে।
এককভাবে ক্ষমতা দখল করার কোনো মানসিকতা থাকবে না বলে উল্লেখ করে মন্টু বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ চৌধুরী টুকু বলেন, আমাদের বিভিন্ন দলের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে আজকে আমরা এখানে (গণফোরামের অফিসে) এসেছি। আমরা যখন এ আন্দোলন শুরু করি তখন জাতীয় ঐক্যের আহ্বান ছিল। আজকে সে ঐক্য হয়ে গেছে। এ সরকারের বাইরে এবং তাদের উচ্ছিষ্ট ভোগী যেসব দল রয়েছে এবং যারা বাইরে আছে মোটামুটি সবাই এ সরকারের পরিবর্তন চায়। একটি নিরপেক্ষ সরকার চায়, যার অধীনে ভোটের ব্যবস্থা হতে হবে। যার ভোট সেই দেবে, সে ব্যবস্থা করতে হবে।
বৈঠকে অংশ নিয়েছিলেন গণফোরামের নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও আবু সাঈদ। এছাড়া বিএনপির নেতাদের মধ্যে ছিলেন ভাইস চেয়ারম্যান বরতক উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার