কুলাউড়ায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৭ নভে ২০২৩, ১২:০৯ অপরাহ্ণ


কুলাউড়ায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। সোমবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো. শফিকুল ইসলাম (৫৬) নামে ওই কনস্টেবলের মৃত্যু হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক।

কনস্টেবল শফিকুল টাঙ্গাইল জেলার বাসাইল থানার বাসিন্দা। প্রায় দুইবছর ধরে তিনি কুলাউড়া থানায় কর্মরত ছিলেন।

ওসি জানান, সোমবার বিকাল ৪টার দিকে শফিকুল হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা চলাকালে সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, বিকেলে শফিকুলের ডিউটি ছিলো। ডিউটিতে যাওয়ার পূর্বেই তিনি মারা যান। থানা প্রাঙ্গণে তার জানাজা শেষে টাঙ্গাইলের নিজবাড়িতে তার মরদেহ পাঠানো হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহনা আক্তার জানান, হাসপাতালে প্রাথমিক চিকিৎসা চলাকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পুলিশ কনস্টেবল শফিকুল ইসলাম মারা যান।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার