সিলেটের তিন বিএনপি নেতা ঢাকার মামলায় আসামি
৩০ অক্টো ২০২৩, ০৭:৪৮ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
বিএনপির মহাসমাবেশের দিনে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সহিংসতার ঘটনায় ডিএমপি বিভিন্ন থানায় ৩৬টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ১ হাজার ৫৪৪ জনকে। এছাড়া আজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
ঢাকার এসব মামলায় আসামি করা হয়েছে সিলেটের তিন নেতাকে।
তারা হলেন, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী ও সিলেট জেলা যুবদলের সাবেক আহবায়ক সিদ্দীকুর রহমান পাপলু।
আসামিদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিএনপি নেতা জানান, উচ্চ আদালতে জামিন নেওয়ার জন্য বর্তমানে তার ঢাকায় অবস্থান করছেন।
উল্লেখ্য, এক দফা দাবিতে শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে মহাসমাবেশ করে বিএনপি। মহাসমাবেশকে কেন্দ্র করে প্রথমে কাকরাইলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সংঘর্ষ পরে বিজয়নগর পানির ট্যাংক ও শান্তিনগর এলাকায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিকেল ৩টার দিকে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়।
এই সংবাদটি পড়া হয়েছে : 984 বার