বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৮ অক্টো ২০২৩, ০৭:০৭ অপরাহ্ণ


বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় বিএনপি-জামায়াতের ৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে শহরস্থ আউটার রেলক্রসিং থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সবাই উপজেলার ভূকশিমইল ইউনিয়নের বাসিন্দা। তারা হলেন- আতিকুর রহমান, সাতির আহমদ, রাশিম উদ্দিন, সাইফুল ইসলাম, জুবায়ের আহমদ ও আব্দুল মালেক। এরমধ্যে আতিকুর ভূকশিমইল ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক এবং বাকিরা ইউনিয়ন বিএনপি-জামায়াতের নেতাকর্মী।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু জানান, শনিবার দিবাগত রাত ১টার দিকে কুলাউড়া পৌর শহরের আউটার রেলক্রসিং এলাকায় তারা জড়ো হতে থাকেন। তাদের উদ্দেশ্য ছিলো- এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করা। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার এসআই সুজন তালুকদার তাদেরকে গ্রেপ্তার করেন।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার