পরকীয়ার জেরে যুবক খুন: বাবা-ছেলে গ্রেপ্তার
২২ অক্টো ২০২৩, ০৬:৪১ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের গৌরীপুরে পরকীয়ার জেরে নিহত ট্রলিচালক জামাল মিয়া (৩৫) হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। রোববার (২২ অক্টোবর) নিহতের ভাই রিপন মিয়া বাদী হয়ে গৌরীপুর থানায় মামলাটি দায়ের করেন। নিহত জামাল পৌর শহরের কলাবাগান ছয়গন্ডা মহল্লার মৃত আব্দুল জলিলের ছেলে।
মামলায় আসামি করা হয়েছে গৌরীপুর পৌর শহরের পূর্বদাপুনিয়া মহল্লার শরীফ মিয়া (৪০), তার স্ত্রী শামছুন্নাহার (৩৫) ও ছেলে সজীব মিয়া (২১)। ইতিমধ্যে পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামি শরীফ মিয়া ও তার ছেলে সজীব মিয়াকে গ্রেপ্তার করেছে। মামলার অপর আসামি শরীফের স্ত্রী শামছুন্নাহার পলাতক রয়েছে।
জানা গেছে, জামালের গাড়িতে সজীব কাজ করতো। পরিচয়ের সুবাদে জামাল প্রায়ই সজীবদের বাসায় যাতায়াত করতো। গত শুক্রবার রাতে জামাল পূর্বদাপুনিয়ায় শরীফদের বাসায় গেলে শরীয় ও তার ছেলে সজীব কুপিয়ে আহত করে। পরে শনিবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে শরীফ মিয়া ও তার ছেলে সজীব মিয়া ও মামুন নামে এক যুবককে আটক করে। পরে ঘটনার সঙ্গে মামুনের সম্পৃক্ততা না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়।
গৌরীপুর পৌরসভার কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া বলেন, শরীফের স্ত্রীর সঙ্গে জামালের পরকীয়া সম্পর্ক ছিল। বিয়ষটি নিয়ে এলাকায় সালিস-দরবার হয়েছে। ধারণা করা হচ্ছে পরকীয়ার জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
নিহতের ভাই রিপন মিয়া বলেন, পাওনা টাকা আদায়ের জন্য শরীফের বাড়িতে গেলে আমার ভাইকে কুপিয়ে আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরকীয়ার বিষয় আমার জানা নেই। এটা বানোয়াট গল্প।
গৌরীপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, জামাল হত্যাকাণ্ডে মামলা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 984 বার