নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে পুলিশ

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০২ অক্টো ২০২৩, ০২:৫১ অপরাহ্ণ


নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে পুলিশ

স্টাফ রিপোর্টার:
নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধে কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন নব‌নিযুক্ত ডিএম‌পি ক‌মিশনার হা‌বিবুর রহমান। তিনি বলেছেন, সামনে জাতীয় নির্বাচন। নির্বাচনে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করা গুরুত্বপূর্ণ। দেশে আদালত, বিচারিক প্রক্রিয়া আছে। যেসব অপরাধী জেল থেকে বের হচ্ছে তাদের কঠোর মনিটরিং করতে নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধী ছোট হোক বড় হোক, কাউকে ছাড় নয়।

সোমবার (২ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। অনুম‌তি ছাড়া কোনো দল ঢাকায় সমাবেশ করলে ডিএম‌পি অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন হা‌বিবুর রহমান।

ট্র্যাডিশনাল ক্রাইম (প্রথাগত অপরাধ) থেকে ডিএমপির ক্রাইমের ধরন আলাদা উল্লেখ করে তিনি বলেন, নতুন ধরনের ক্রাইমের অভিযোগ আসছে ডিএমপিতে। এর বড় কারণ প্রযুক্তি। সাইবার ক্রাইম মোকাবিলায় ডিএমপি উন্নত প্রযুক্তি ব্যবহার করে অপরাধ নিয়ন্ত্রণ করে যাচ্ছে। ডিএমপির দক্ষতা ও যোগ্যতা অনেক বেশি।

থানায় গিয়ে যেন কেউ তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরে না যান সেজন্য থানায় সব পুলিশের ট্রেনিং দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

এই সংবাদটি পড়া হয়েছে : 982 বার