০৬ মার্চ ২০২৫, ০৭:০১ অপরাহ্ণ


স্টাফ রিপোর্টার:
সিলেটের শাহপরাণ এলাকার দাসপাড়ায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (৫ মার্চ) সাড়ে পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচ গ্রামের কয়েকশ মানুষ জড়িয়ে পড়েন। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এ ঘটনা তদন্তে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। বুধবার রাতেই সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের দাসপাড়ায় আজ সংঘটিত সংঘর্ষের ঘটনা তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি আগামী ৪৮ ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন করে এ ঘটনার মুল কারন উদঘাটন এবং সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের কেউ জড়িত কিনা তা খুঁজে বের করে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিবকে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করা হলো। তদন্ত কমিটির সদস্যরা হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর মিয়া ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন। তদন্তে দোষী প্রমানিতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, আধিপত্যকে কেন্দ্র করে ইফতার আগ মুর্হুতে দাসপাড়া, বংশীধর, বালুটিকর ও চকগ্রাম, হালুপাড়ার এই দুই পক্ষের মানুষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তারা সংঘর্ঘে জড়িয়ে পড়েন।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার