Social Bar
স্পোর্টস ডেস্ক:
ছোটবেলা দাদির বাড়িতে টিভিতে প্রিমিয়ার লিগ দেখতেন ব্রাজিলের তারকা ফুটবলার ম্যাথিউস কুনহা। তখন থেকেই স্বপ্ন দেখতেন ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে জড়ানোর। অবশেষে ৫ বছরের চুক্তিতে উলভারহ্যাম্পটন ছেড়ে ‘স্বপ্নের ক্লাবে’ যোগ দিয়েছেন ২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা।
বৃহস্পতিবার (১২ জুন) আনুষ্ঠানিকভাবে কুনহার সঙ্গে চুক্তি সম্পন্ন করে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রায় ১০৩৮ কোটি টাকা (৬২.৫ মিলিয়ন পাউন্ড) খরচ করে পাঁচ বছরের জন্য তাকে দলে ভিড়িয়েছে ইংলিশ জায়ান্টরা। চুক্তি অনুযায়ী ২০৩১ সালের জুন পর্যন্ত ওল্ড ট্র্যাফোর্ডে থাকবেন তিনি।
ম্যানইউতে যোগ দিয়ে কুনহা বলেন, 'ম্যানইউর খেলোয়াড় হওয়ার অনুভূতি ভাষায় বর্ণনা করা কঠিন। যখন থেকে আমি ব্রাজিলে ছোট ছিলাম এবং আমার দাদির বাড়িতে টিভিতে প্রিমিয়ার লিগের খেলা দেখতাম, তখন থেকেই ইংল্যান্ডে ইউনাইটেড আমার প্রিয় দল ছিল এবং আমি লাল জার্সি পরার স্বপ্ন দেখতাম।'
তিনি আরও বলেন, 'দলকে জানার এবং নতুন মৌসুমের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমি প্রাক-মৌসুম শুরুর অপেক্ষায় আছি। আমার পুরো মনোযোগ এখন দলের মূল্যবান অংশ হওয়ার জন্য কঠোর পরিশ্রম করা এবং এই ক্লাবটিকে আবার শীর্ষে ফিরিয়ে আনতে সাহায্য করা।'
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩