Social Bar
হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের চুনারুঘাটে ৩১৬ বস্তা অবৈধ ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এসময় চিনি পাচারের সঙ্গে জড়িত ৩ জনকে আটক করা হয়। রবিবার (১৭ নভেম্বর) বেলা আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানায় এক প্রেস কনফারেন্স করেন (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম।
তিনি বলেন- রোববার (১৭ নভেম্বর) ভোরে তারা গোপন সূত্রে খবর পান যে উপজেলার উবাহাটা ইউনিয়নের অন্তর্গত দূর্গাপুর বাজারস্থ মেসার্স আমিনুল স্টোরের সামনে পাচারকালে ভারতীয় চিনি বোঝাই একটি ট্রাক অবস্থান করছে। এসময় অভিযান চালিয়ে চিনি ভর্তি ট্রাকটি জব্দ করা হয়। পরে ট্রাকটি থেকে উদ্ধার করা হয় ৩১৬ বস্তা ভারতীয় অবৈধ চিনি। আটক করা হয় পাচারের সাথে জড়িত ৩ জনকে।
আটককৃতরা হল- বাহুবল উপজেলার রুপসংকর গ্রামের সিরাজ আলীর পুত্র রহমত আলী (৩৮), একই উপজেলার চরগাও গ্রামের খোরশেদ আলীর পুত্র মোহাম্মদ আলী (২৬) ও কচুয়াদি গ্রামের আব্দুল মতিনের পুত্র আশিক মিয়া (২২)।
ওসি বলেন- প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চিনি রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। এছাড়াও আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩