Social Bar
ময়মনসিংহ প্রতিনিধি:
সাজা থেকে বাঁচতে ২৭ বছর ধরে আত্মগোপনে ছিলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার আফিল উদ্দিন (৬০)। তবুও শেষ রক্ষা হলো না যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এ আসামির। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে কিশোরগঞ্জের হারাঞ্জা এলাকার এক চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।
শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত আসামি আফিল উদ্দিন নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, আসামি আফিল উদ্দিনের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় ১৯৯৩ সালে একটি ডাকাতি মামলা হয়। পরে সেই মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন। ২০০০ সালে আদালত তাকে পলাতক আসামি হিসেবে ওয়ারেন্টভুক্ত করেন। সাজা এড়াতে দীর্ঘ ২৭ বছর তিনি ঢাকা, গাজীপুর ও কিশোরগঞ্জসহ বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
নান্দাইল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, গোপন সংবাদের আফিল উদ্দিনের অবস্থায় জানতে পেরে শুক্রবার রাতে অভিযান চালায় থানা পুলিশ। পরে কিশোরগঞ্জ জেলার হারাঞ্জা এলাকার এক চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩