Social Bar
স্টাফ রিপোর্টার:
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। শুক্রবার (১৪ নভেম্বর) রাত সোয়া ৯টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তারিখ জানান।
উপাচার্য বলেন, ‘২৮ বছর পর শাকসু নির্বাচন হতে যাচ্ছে। উৎসবমুখর পরিবেশে সব পক্ষকে নিয়ে নির্বাচন আয়োজন করতে চাই। কোনো অবস্থাতেই মারামারি বরদাশত করা হবে না।’ তিনি আরও জানান, নির্বাচনের রোডম্যাপ নির্বাচন কমিশনই প্রকাশ করবে।
সংবাদ সম্মেলনে সহ–উপাচার্য মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির, প্রক্টর মোখলেসুর রহমান ও প্রধান নির্বাচন কমিশনার আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেস উপস্থিত ছিলেন।
নির্বাচনের তারিখ ঘোষণার পরপরই উপাচার্যের কার্যালয়ের বাইরে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি, শাকসু নির্বাচন ৯ বা ১০ ডিসেম্বরের মধ্যে করতে হবে। শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে প্রশাসনিক ভবনের ফটক অবরোধ করে অবস্থান নেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক পলাশ বখতিয়ার বলেন, ‘প্রশাসন প্রহসন করে শিক্ষার্থীদের প্রস্তাবিত তারিখের বাইরে নির্বাচন ঘোষণা করেছে। আমরা এই তারিখ মানি না। আন্দোলন চলবে।’
রাত ১০টা পর্যন্ত উপাচার্য, সহ–উপাচার্য ও নির্বাচন কমিশনের সদস্যরা প্রশাসনিক ভবনের ভেতরে অবরুদ্ধ অবস্থায় ছিলেন এবং বাইরে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত ছিল।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩