১৬১ সহকারি অ্যাটর্নি জেনারেল নিয়োগ

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৯ আগ ২০২৪, ১২:১০ অপরাহ্ণ


১৬১ সহকারি অ্যাটর্নি জেনারেল নিয়োগ

স্টাফ রিপোর্টার:
রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালনের জন্য ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার। বুধবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পূর্বে নিয়োগপ্রাপ্ত সব সহকারি অ্যাটর্নি-জেনারেলের নিয়োগ আদেশ বাতিলপূর্বক দ্যা বাংলাদেশ ল’ অফিসার্স অর্ডার, ১৯৭২ (পি.ও.নং. ৬ অব ১৯৭২) এর ৩(১) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিম্নবর্ণিত ১৬১ আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের সহকারি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হইল।’

এর আগে ৬৪ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে বলা হয়েছে, ‘মহামান্য রাষ্ট্রপতি দ্যা বাংলাদেশ ল’ অফিসার্স অর্ডার, ১৯৭২ (পি.ও.নং. ৬ অব ১৯৭২) এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিম্নবর্ণিত ৬৬ (ছেষট্টি) জন আইনজীবীকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করিলেন।’

সম্প্রতি অন্তর্বর্তী সরকারের নিয়োগকৃত ৯ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যতীত শেখ হাসিনা সরকারের নিয়োগকৃত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার