হিল্লা বিয়ে নিয়ে মসজিদে সংঘর্ষে ১২ জন নিহতের দাবি ভুয়া

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

৩১ ডিসে ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ণ


হিল্লা বিয়ে নিয়ে মসজিদে সংঘর্ষে ১২ জন নিহতের দাবি ভুয়া

স্টাফ রিপোর্টার:
সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক গুজব ছড়ানো হচ্ছে। এ রকম বহু গুজব মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলছে। এমন এক গুজব হিল্লা বিয়ে নিয়ে সংঘর্ষ এবং এতে ১২ জন নিহত হওয়ার ঘটনা।

সম্প্রতি সুন্দরী মহিলাকে হালালা বা হিল্লা বিবাহকে কেন্দ্র করে বাংলাদেশের একটি মসজিদে ঘটা সংঘর্ষের ঘটনায় তাবলিগ জামাতের ১২ জন নিহত হয়েছেন দাবিতে একটি ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, হালালা বিবাহকে কেন্দ্র করে বাংলাদেশের মসজিদে তাবলিগ জামাতের ১২ জন নিহতের দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, গত ২০ সেপ্টেম্বর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের বর্তমান ও সাবেক দুই খতিবের অনুসারীদের মধ্যকার সংঘর্ষের ঘটনার ভিডিওকে হিল্লা বিবাহ নিয়ে সংঘর্ষের দাবিতে প্রচার করা হয়েছে।

প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বর্তমান ও সাবেক খতিবের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মূলত, নামাজের আগে বর্তমান খতিব মুফতি ওয়ালিয়ুর রহমান খান বয়ান করছিলেন। এমন সময় ৫ আগস্টের পর আত্মগোপনে থাকা পুরোনো খতিব মুফতি রুহুল আমিন তার অনুসারীদের নিয়ে মসজিদে প্রবেশ করেন। নতুন খতিবের কাছে থাকা মাইক্রোফোনে পুরোনো খতিব হাত দিলে বর্তমান খতিবের অনুসারীরা প্রতিবাদ করেন।
এরপর দুই পক্ষের অনুসারীদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়।

এছাড়া কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে এটিএন নিউজের ইউটিউব চ্যানেলেও একই ঘটনা নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যার সঙ্গেও আলোচিত ভিডিওর হুবহু মিল খুঁজে পাওয়া যায়। তবে এই ঘটনায় কারো নিহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

হিল্লা বিয়ে কী?
হালালা বা হিল্লা বিয়ে সম্পর্কে প্রচলিত ধারণা অনুযায়ী, কোনো স্বামী তার স্ত্রীকে তিন তালাক দেয়ার পর তাকে পুনরায় বিবাহ করতে হলে, সেই স্ত্রীকে প্রথমে অন্য একজন পুরুষের সঙ্গে বৈধভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে হয়। ওই বিবাহ বিচ্ছেদ হলে, কেবল তখনই আগের স্বামী তাকে পুনরায় বিয়ে করতে পারেন।

তবে দারুল উলূম দেওবন্দসহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত শীর্ষস্থানীয় ইসলামিক প্রতিষ্ঠানগুলো ফতোয়া দিয়ে স্পষ্ট করেছে, পূর্বপরিকল্পিত বা চুক্তিভিত্তিক হালালা বিয়ে ইসলামের দৃষ্টিতে হারাম। ইসলামী বিশেষজ্ঞদের মতে, এ ধরনের চুক্তি ইসলামের পবিত্র বিধান ও উদ্দেশ্যের সম্পূর্ণ পরিপন্থি। তারা একে শরিয়াহর অপব্যবহার এবং ইসলামের নৈতিকতার প্রতি অবমাননা হিসেবে বিবেচনা করেন।

বাংলাদেশের প্রচলিত আইনেও হালালা বা হিল্লা বিয়ে একটি দণ্ডনীয় অপরাধ।

সুতরাং, বায়তুল মোকাররমের খতিবদের অনুসারীদের মধ্যকার সংঘর্ষের ভিডিও ব্যবহার করে হিল্লা বা হালালা বিয়ে নিয়ে সংঘর্ষে তাবলিগ জামাতের ১২ জন নিহত হয়েছেন বলে যে দাবি করা হচ্ছে; তা মিথ্যা।

এই সংবাদটি পড়া হয়েছে : 989 বার