হাদির ওপর হামলাকারীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: রিজওয়ানা

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১৪ ডিসে ২০২৫, ১২:৪২ অপরাহ্ণ


হাদির ওপর হামলাকারীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: রিজওয়ানা

স্টাফ রিপোর্টার:
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘জাতীয় নির্বাচনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকারীদের ধরতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনের ভিত নড়বড়ে করতে এই আক্রমণ করা হয়েছে। মানুষকে ভয় দেখানোই মূল উদ্দেশ্য। তবে নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হবে এবং জনগণ অপতৎপরতার জবাব দেবে।’

রিজওয়ানা হাসান আরও বলেন, ‘সরকার ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সমন্বয়হীনতা থাকলে পরিস্থিতি আরও খারাপ হত।’

তিনি অজামিনযোগ্য মামলায় আসামির জামিন প্রসঙ্গেও মন্তব্য করে বলেন, ‘বিচারক চাইলে জামিন দিতে পারেন, না দিলে সমালোচনা হয়। তাই সকলকে সতর্ক থাকতে হবে যেন বিকৃত তথ্যের মাধ্যমে নির্বাচনের পরিবেশ নষ্ট না করা হয়।’

এই সংবাদটি পড়া হয়েছে : 990 বার