হাইকোর্টে প্রথম রেজিস্ট্রার বিচার পদে নিয়োগ পেলেন তোফায়েল
০৮ ফেব্রু ২০২৩, ০১:৩৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) এসকে এম তোফায়েল হাসানকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধান বিচারপতি। তিনিই প্রথম ব্যক্তি যাকে এই পদে নিয়োগ দেওয়া হলো।
বুধবার (৮ ফেব্রুয়ারি) তাকে নিয়োগ দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান বলেন, হাইকোর্ট বিভাগে রেজিস্ট্রার (বিচার) পদে আগে কেউ ছিলেন না। হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) এসকে এম তোফায়েল হাসান হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) হিসেবে প্রথম নিয়োগ পেলেন।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) এসকে এম তোফায়েল হাসানকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) পদে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রেষণে নিয়োগ করেছেন। এ আদেশ জনস্বার্থে জারি করা হলো।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার