Social Bar
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ৯ মার্চ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ের শেষ দিন মঙ্গলবার বিকেল পর্যন্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমানের নিকট মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা।
প্রার্থীরা হলেন, সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহিরের স্ত্রী ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর চৌধুরী, মোঃ ফরিদ উদ্দিন তালুকদার এবং মোঃ নূরুল হক।
নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান জানান, মনোনয়নপত্র বাছাই ১৫ ফেব্রুয়ারি, আপিলের সময় ১৬-১৮ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ১৯-২০ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। তিনি আরও বলেন, আগামী ২৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দ এবং ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।
হবিগঞ্জের ৯টি উপজেলা, ৫ পৌরসভা ও ৭৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এক হাজার ১০৪ ভোটার রয়েছেন।
মনোনয়নপত্র দাখিলের পর আলেয়া আক্তার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না দিয়ে উন্মুক্ত রেখেছেন। সেই ধারাবাহিকতায় সকলের সমর্থন পেয়ে আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। সকলের ভোট, দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর চৌধুরী বলেন, আমি ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে আসছি। তৃণমূল পর্যায়ে ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার, চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যানসহ মেয়রগণের সঙ্গে সু-সম্পর্কে রয়েছে। আমি নির্বাচন করলে আশা করি অবশ্যই তারা আমাকে মূল্যায়ন করবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩