হবিগঞ্জ প্রতিনিধি:
বিজিবি ৫৫ হবিগঞ্জ ব্যাটালিয়নের অভিযানে গত ৫ দিনে ১০ লক্ষাধিক টাকা মূল্যের মাদক উদ্ধার করা হয়েছে। গত ২ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত বিজিবির অভিযানে মদ, গাজা, ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করা হয় জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায়।
উদ্ধারকৃত মাদকের মধ্যে ভারতীয় মদ-১৩৯ বোতল, গাঁজা-১১৭ কেজি, ইয়াবা ট্যাবলেট-৫৮০ পিস, ফেন্সিডিল-১৮ বোতল। মাদক পরিবহনকারী একটি সিএনজি এবং ৩ জন আসামীকেও আটক করা হয়। তাদেরকে আদালতের মাধ্যমে প্রেরণ করা হয়েছে কারাগারে।
এ বিষয়ে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমদাদুল বারী খান জানান, বিজিবি কর্তৃক মাদকের বিরুদ্ধে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয় এবং অত্র ব্যাটালিয়ন কর্তৃক মাদক এবং চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩