হবিগঞ্জে ৫ জুয়াড়ি আটক, সরঞ্জাম উদ্ধার

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০২ ফেব্রু ২০২৩, ০৫:৩৬ অপরাহ্ণ


হবিগঞ্জে ৫ জুয়াড়ি আটক, সরঞ্জাম উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

এসময় তাদের কাছ থেকে নগদ টাকাসহ জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

 

বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

হবিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মো. সোহেল রানা জানান, বেশ কিছুদিন যাবত চুনারুঘাট উপজেলায় জুয়াড়িরা সংঘবদ্ধভাবে গোপন স্থানে জুয়ার আসর বসিয়ে আসছিল। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৯নং রানীগাও ইউনিয়নের পাচগাতিয়া এলাকায় একটি জুয়ার আসর বসানো হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করা হয়। এসময় বেশ কয়েকজন ডিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

 

আটককৃতরা হল- চুনারুঘাট উপজেলার স্বর্ণরেখ গ্রামের আব্দুল মান্নানের পুত্র ফজলু মিয়া (৫৫), নরপতি গ্রামের আকবর আলীর পুত্র পরশ আলী (৩৫), মিরাশী গ্রামের আবুল কালামের পুত্র জামাল মিয়া (৪০), পাচগাতিয়া গ্রামের সুন্দর আলীর পুত্র লিয়াকত আলী (৩৬) ও কালাপুর গ্রামের ফিরোজ আলীর পুত্র নুর ইসলাম (২৫)।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার