হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের বানিয়াচংয়ে ৬ষ্ট শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর বাল্য বিয়ে পন্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২ জুন) রাত ১০টার দিকে উপজেলার ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন কাজী অফিসে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিয়েটি ভন্ডুল করে দেয়া হয়। এসময় জরিমানা আদায় করা হয় বর ও কনের পিতাকে। অভিযানে নেতৃত্বদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ।
জানা যায়, বানিয়াচংয়ের যাত্রাপাশা মহল্লার বশির উদ্দিনের কন্যা ও স্থানীয় একটি স্কুলের ৬ষ্ট শ্রেণীর ছাত্রীর সাথে বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল একই উপজেলার মজলিসপুর গ্রামের জমির উদ্দিনের পুত্র রায়হান আহমেদের। কিন্তু ওই স্কুল ছাত্রী প্রাপ্ত বয়স্ক না হওয়ায় উপজেলা প্রশাসন খবর পেয়ে সেখানে অভিযান চালায়। এসময় বিয়েটি ভন্ডুল করার পাশাপাশি সতর্ক করে দেয়া হয় কাজীকে। একই সাথে বর ও কনের পিতাকে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে ইউএনও পদ্মাসন সিংহ বলেন, প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত ওই স্কুল ছাত্রীকে বিয়ে দেয়া যাবে না মর্মে মুচলেখা নেয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন এসআই সামছুল আরেফিনের নেতৃত্বে একদল পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩