হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১৬ ফেব্রু ২০২৩, ০৪:৩৭ অপরাহ্ণ


হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জে যাত্রীবাহি ম্যাক্সি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আবুল কালাম (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৭ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার দরিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক আবুল কালাম হবিগঞ্জ সদর উপজেলার পইল উত্তরপাড়া গ্রামের সুলেমান মিয়ার পুত্র।

জানা যায়, শহরের বাসস্ট্যান্ড থেকে একটি ম্যাক্সিযোগে বেশ কয়েকজন মাটি কাটার শ্রমিক যাত্রীসহ দরিয়াপুর যাওয়ার জন্য রওয়ানা হন। পথিমধ্যে দরিয়াপুর এলাকার কাছাকাছি পৌছলে ম্যাক্সি গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ম্যাক্সিটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে উল্টে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবুল কালামকে মৃত ঘোষণা করেন।

আহত অবস্থায় ইমন মিয়া (১৭), শাহিন মিয়া (১৯), রিমন মিয়া (৩৫), জুলহাস মিয়া (১৮), সাজিদ মিয়া (৫৫), হিমাংশু ধর (৪৫) ও আবু সালেক (২৯)কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার