হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ শহরতলীর ছোট বহুলা গ্রামে চাঞ্চল্যকর তিশা আক্তার (৯) হত্যা মামলার রহস্য উন্মোচিত হয়েছে। এ মামলায় গ্রেফতারকৃত যুবক আদালতে স্বীকারোাক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গতকাল শনিবার সন্ধ্যায় ছোট বহুলা গ্রামের আব্দুল করিমের পুত্র সিরাজুল ইসলাম আব্দাল (১৮) হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি-১ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আদালতের বরাত দিয়ে সদর থানার এসআই মমিনুল ইসলাম জানান, গত ১০ জানুয়ারি সকালে তিশাদের বাড়ির পাশে ক্রিকেট খেলছিল সিরাজুল ইসলাম আব্দাল নামে ওই যুবক। এসময় সিরাজুল ইসলামের ক্রিকেট বল তিশার মাথায় পড়ে। এতে তিশা সিরাজকে গালিগালাজ করে। একপর্যায়ে সিরাজ হাতে থাকা ট্যাম্প দিয়ে তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায় তিশা। বিষয়টি বুঝতে পেরে সিরাজ ভয়ে পালিয়ে যায়। পরে এ ঘটনায় তিশার মা বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর তদন্তে জানা যায়, সিরাজই তাকে হত্যা করেছে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ও মোবাইলের কল লিস্টের সূত্র ধরে হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলীর নির্দেশে মৌলভীবাজার জেলার রাজনগর থানার কোনাগাঁও প্রেমপুর গ্রাম থেকে সিরাজুলকে আটক করে পুলিশ। এরপর তাকে আদালতে হাজির করা হয়।
শনিবার সন্ধ্যায় আদালত জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে প্রেরণ করেন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩