হবিগঞ্জে যে কারণে সংঘর্ষে আহত ৩০
০৮ ডিসে ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ণ

নিউজ ডেস্ক:
হবিগঞ্জের লাখাইয়ে ধলেশ্বরীর খাঞ্জা বিল দখল নিয়ে দু’পক্ষের মধ্যে চতুর্থ দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামাতে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা দুপুর ১ টার দিকে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, ধলেশ্বরী খাঞ্জা বিলের দখল নিয়ে শিবপুর গ্রামের জনকল্যাণ সমবায় সমিতি ও সন্তোষপুর আনন্দময়ী মৎস্যজীবী সমিতির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শিবপুরের হারিছ মিয়া জনকল্যাণ সমবায় সমিতির এবং স্বজন গ্রামের আনন্দময়ী মৎস্যজীবী সমিতির নেতৃত্ব দিচ্ছেন ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রুপম।
সোমবার উভয়পক্ষ বিলটি দখল নিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে দু’পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। দুই পক্ষের মধ্যে এর আগেও তিনবার সংঘর্ষ হয়।
লাখাই থানার ওসি তদন্ত কৃষ্ণ চন্দ্র মিশ্র বলেন, ধলেশ্বরী খাঞ্জা বিল নিয়ে দুটি সমিতির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে দুপুরে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনী সংঘর্ষ থামায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগেও বিল নিয়ে দু’পক্ষের লোকজন একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 987 বার