হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জে মক্তবে যাওয়ার পথে এক শিশু খুন হয়েছে। আজ মঙ্গলবার সকালে শহরতলির ছোট বহুলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তৃষা বেগম (৯) গ্রামের আব্দুস শহীদের মেয়ে।
পুলিশ সূত্র জানায়, প্রতিদিন সকালে মক্তবে আরবি পড়তে যায় তৃষা। আজও সকালে মক্তবে যাচ্ছিল সে। হঠাৎ চিৎকার শুনে দৌড়ে যান তার বাবা। তিনি তৃষাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান।
তবে কর্তব্যরত চিকিৎসক তৃষাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, তৃষার মাথায় আঘাত আছে। মাদরাসায় আরবি পড়তে যাওয়ার সময় হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।
ওসি জানান, নিহতের বাবা সন্দেহ করছেন, স্থানীয় একটি পরিবারের সঙ্গে তার বিরোধ আছে, তাদের সঙ্গে মামলা মোকদ্দমাও চলছে। তারা হত্যাকাণ্ডটি ঘটিয়ে থাকতে পারে। পুলিশ তদন্ত শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩