Social Bar
হবিগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক
হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ শারমিন আক্তার (৩৩) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) দিবাগত ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১নং ধর্মঘর ইউনিয়নের হরষপুর রেল-ষ্টেশন বাজার এলাকা থেকে গাজাসহ তাকে আটক করা হয়।
আটককৃত নারী শারমিন আক্তার ঝালকাটি জেলার কাঠালিয়া থানার পশ্চিম আউড়া মুন্সিবাড়ির মৃত শাহ জালাল মুন্সির মেয়ে।
মাধবপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন- আটককৃত নারী শারমিন আক্তার একজন চিহ্নিত মাদক কারবারি। সে ওই এলাকায় দিয়ে গাঁজা পাচার করছিল এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। ৫টি পোটলায় মোড়ানো ১০ কেজি গাজা তার কাছ থেকে উদ্ধার করা হয়। সে গাজাগুলো ষ্টেশন বাজার এলাকায় রেখে পাচারের চেষ্টা করছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩