Social Bar
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জে অভিনব পন্থায় চিনি পাচারের খবর পেয়ে অভিযান চালিয়েছে জেলা গোন্দো শাখা (ডিবি)। এ সময় অভিনব পন্থায় বালু নিচে লুকিয়ে রাখা ৪০ বস্তা অবৈধ ভারতীয় চিনি জব্দ করা হয়।
সোমবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার চাইরগাও আব্দাপুটিয়া এলাকা থেকে এসব চিনি ও পাচারে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে ডিবি। অভিযানে নেতৃত্ব দেন হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি’র এসআই রিপন সিংহসহ একদল পুলিশ।
ডিবি’র এসআই রিপন সিংহ জানান, গোপন সংবাদের ভিতিতে জানতে পারি ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে একটি ট্রাকে করে ভারতীয় অবৈধ চিনি পাচার হচ্ছে। পরে সেখানে অভিযান চালালে মহাসড়কের মিরপুর চেরাগ আলী পেট্রোল পাম্পের পাশে একটি সন্দেহজনক মিনি ট্রাক থামানোর জন্য সিগনাল দেয়া হয়। কিন্তু ট্রাকটি না থামিয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ট্রাকটিকে ধাওয়া দিলে চাইরগাও আব্দাপুটিয়া এলাকায় গিয়ে ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
পরবর্তীতে তল্লাশি করে ট্রাকের ভেতরে বালুর নিচে বিশেষ পন্থায় লুকানো ভারতীয় চিনির বস্তা পাওয়া যায়। উক্ত চিনি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাইপথে বাংলাদেশে এনে ভারতীয় বস্তা পরিবর্তন করে পাচার করছিল চক্রটি।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩