হবিগঞ্জে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১২ ফেব্রু ২০২৩, ০৪:৪৭ অপরাহ্ণ


হবিগঞ্জে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জে তিন বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ এর একটি দল। শনিবার দিবাগত রাতে হবিগঞ্জ সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. আল আমিন (২৫) হবিগঞ্জ সদর থানার উমেদনগর এলাকার মৃত শিশু মিয়ার ছেলে।

আজ রোববার র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম জানান, আল আমিন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় দায়েরকৃত একটি মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত। তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার