Social Bar
হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জ জেলার হাওরগুলোতে বোরো ধান কাটা শেষে আউশ আবাদের ব্যস্ততা শুরু হয়েছে। এ ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
জেলায় আজমিরীগঞ্জ বাদে বাকি আটটি উপজেলায় এ মৌসুমে আউশ ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৫ হাজার ২০০ হেক্টর। এখান থেকে প্রায় দেড় লাখ মেট্রিক টন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
এর আগে জেলার হাওরগুলোতে চাষ করা ১ লাখ ২৩ হাজার ৭৩৭ হেক্টর বোরো জমির ধান সপ্তাহখানেক আগে ঘরে তুলে শেষ হয়েছে। বোরো থেকে এবার হবিগঞ্জে ধান উৎপাদনের পরিমাণ ৫ লাখ ২৪ হাজার ১৪৪ মেট্রিক টন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবার উল্লেখযোগ্য প্রাকৃতিক ক্ষয়ক্ষতি ছাড়াই বোরো ধান তোলা শেষ হয়েছে। এখন আউশের জমি থেকে দেড় লাখ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।
৫৫ হাজার ২০০ হেক্টর আউশের লক্ষ্যমাত্রা নিয়ে বুধবার (৫ জুন) পর্যন্ত জেলায় ১ হাজার ৫৫০ হেক্টর জমির আবাদ শেষ হয়েছে। বাকি জমিতে আবাদ শেষ হওয়ার আগেই রোপা-আমনের লক্ষ্যমাত্রা ঠিক করা হবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩