হবিগঞ্জের সাবেক এমপি দুদিনের রিমান্ডে

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৪ ফেব্রু ২০২৫, ০৭:১৪ অপরাহ্ণ


হবিগঞ্জের সাবেক এমপি দুদিনের রিমান্ডে

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাবেক এমপি আব্দুল মজিদ খানের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৪ ফেব্রুয়ারি) অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন এ আদেশ দেন।

এরআগে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে করা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই হবিগঞ্জ শহরে আন্দোলনকারীদের ওপর হামলা চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামলায় মরম চান নামের এক ব্যক্তি আহত হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেন।সরকারপক্ষের আইনজীবী নুর ইসলাম আসামিকে রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 989 বার