Social Bar
অনলাইন ডেস্ক:
আসন্ন হজের খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমানো হয়েছে। সেইসঙ্গে নিবন্ধনের সময় ২৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে, যা আগে ছিল ২১ মার্চ পর্যন্ত। বুধবার (২২ মার্চ) সৌদি সরকারের উদ্ধৃতি দিয়ে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হিজরি ১৪৪৪/২০২৩ সনের হজের জন্য ঘোষিত প্যাকেজে অন্তর্ভুক্ত মিনার চারটি (এ, বি, সি, ডি) ক্যাটাগরির সেবার মূল্য বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের জন্য কমিয়েছে রাজকীয় সৌদি সরকার। তাই নিবন্ধিত হজযাত্রীরা অর্থ ফেরত পাবেন।
এতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় মিনার তাঁবু 'সি' ক্যাটাগরি ধরে প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। তাই সরকারি প্যাকেজমূল্য ১১ হাজার ৭২৫ টাকা কমানো হয়েছে। হজ এজেন্সি অ্যাসোসিয়েশন বাংলাদেশও (হাব) মিনার তাঁবু 'সি' ক্যাটাগরি ধরে প্যাকেজ নির্ধারণ করেছে। তাই বেসরকারি এজেন্সির ক্ষেত্রেও একই পরিমাণ অর্থ কমানোর অনুরোধ করা হয়েছে। এ ক্ষেত্রে বেসরকারি ব্যবস্থাপনায় বর্তমান হজ প্যাকেজমূল্য ৬ লাখ ৬০ হাজার ৮৯৩ টাকা।
এছাড়া যেসব হজ এজেন্সি মিনার তাঁবুর অন্যান্য ক্যাটাগরি ধরে প্যাকেজ নির্ধারণ করেছে, তাদেরও সংশ্লিষ্ট ক্যাটাগরির কমানো মূল্যে প্যাকেজ নির্ধারণ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩