Social Bar
আন্তর্জাতিক ডেস্ক:
স্বামীকে খুনের দায়ে ২০১৯ সাল থেকে মনুয়া মজুমদার যাবজ্জীবন সাজা ভোগ করছেন। বর্তমানে ভারতের বর্ধমান সংশোধনাগারে রয়েছেন মনুয়া। দীর্ঘ কারাবাসে তার ভালো আচরণ জেল কর্তৃপক্ষের নজরে এসেছে।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, জেলে ভালো আচরণের পুরস্কার হিসেবে মায়ের অসুস্থতার খবর পেয়ে ৬ ঘণ্টার জন্য বাড়ি যাওয়ার অনুমতি পেয়েছেন এই নারী। প্রায় ৬ বছর পর বারাসতের নবপল্লীর ষষ্ঠী-পুকুরের বাড়িতে পৌঁছান মনুয়া। এত বছর পর মেয়েকে কাছে পেয়ে খুশি তার পরিবার।
জানা গেছে, ‘শ্যামা’ নৃত্যনাট্যে মনুয়ার নাচ মুগ্ধ করেছে বর্ধমানবাসীকে। তার প্রতিভার পাশাপাশি আচরণও নাকি খুব ভালো। সবাই তার প্রশংসা করেন। সম্প্রতি মনুয়ার কাছে তার মায়ের অসুস্থতার খবর পৌঁছায়। পরে গতকাল সোমবার ৬ ঘণ্টার জন্য প্যারোলে বাড়ি যাওয়ার অনুমতি পান মনুয়া।
২০১৭ সালের ২ মে ভারতের উত্তর চব্বিশ পরগনার হৃদয়পুরের তালপুকুরের বাড়িতে খুন হয়েছিলেন মনুয়ার স্বামী অনুপম সিংহ। ঘটনার তদন্তে নেমে ১৪ দিন পর অশোকনগরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অজিত রায় নামে এক যুবককে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, অনুপমের স্ত্রী মনুয়ার সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। পথের কাঁটা সরাতেই মনুয়ার সঙ্গে পরিকল্পনা করে অনুপমকে খুন করে তারা। ২০১৯ সালে মনুয়া দোষী সাব্যস্ত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩