স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহনন

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৪ মার্চ ২০২৫, ১২:৫১ অপরাহ্ণ


স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহনন

স্টাফ রিপোর্টার:
গাজীপুরের একটি বাসা থেকে স্বামী, স্ত্রী ও এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে মহানগরীর কাশিমপুর থানার গোবিন্দবাড়ির দেওয়ানপুর এলাকার একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— স্বামী নাজমুল ইসলাম (২৮), স্ত্রী খাদিজা আক্তার (২২) ও তাদের শিশুকন্যা নাদিয়া (৪)। নাজমুল টাঙ্গাইলের সখীপুরের মো. আবু মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে কাশিমপুরের দেওয়ানপুরে শ্বশুর রিপন মিয়ার বাড়িতে বাস করতেন।

জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে তারা ঘুমাতে যান। ঘর ভেতর থেকে আটকানো ছিল। ভোরে তারা ঘুম থেকে না ওঠায় শ্বশুর ঘরের পেছনের জানালা দিয়ে দেখেন গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় নাজমুলের লাশ ফ্যানের সঙ্গে ঝুলছে।

দরজা ভেঙে ঘরে ঢুকে তারা খাদিজা ও নাদিয়ার নিথর দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

কাশিমপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, নাজমুল বেকার ও মাদকাসক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্ত্রী খাদিজা ও শিশু সন্তান নাদিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে নিজে আত্মহত্যা করে থাকতে পারেন।

তার শরীরে ব্লেডের আঁচড় রয়েছে। ফাঁসিতে ঝুলে আত্মহত্যার আগে তিনি হারপিক পান করে থাকতে পারেন বলেও ধারণা করেন তিনি।

এই সংবাদটি পড়া হয়েছে : 986 বার