Social Bar
স্টাফ রিপোর্টার:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর এক যুবক দুধ দিয়ে গোসল করেছেন। এ নিয়ে ওই এলাকায় আলোচনা-সমালোচনা হচ্ছে। শনিবার (২১ ডিসেম্বর) উপজেলার সাজাইল ইউনিয়নের বাট্টাইধোবা গ্রামের এ ঘটনা ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেন, ২০১৮ সালে হাসান শরীফের ছেলে রিয়াদ শরীফের (৩০) এবং উপজেলার মাজড়া গ্রামের মফিজুর শেখের মেয়ে মৌ খাতুন ভালবেসে বিয়ে করেন। তাদের এক কন্যাসন্তান রয়েছে। কলহের কারণে এক সপ্তাহ আগে স্ত্রী মৌ স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে যায়। গত শনিবার উভয় পরিবারের সম্মতিতে স্থানীয় কাজীর মাধ্যমে দুজনের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।
রিয়াদ শরীফ বলেন, ‘বিয়ের পর কিছু দিন আমাদের সংসার ভালোই চলছিল। কিন্তু এরপর থেকে আমার স্ত্রীর চলাফেরা ছিল বেপরোয়া। আমার পরিবারের সবার সঙ্গে খারাপ ব্যবহার করত। এক সপ্তাহ আগে সে বাবার বাড়িতে চলে যায়। পরে খোঁজ নিয়ে জানতে পারি অন্য কোথাও চলে গেছে। তার এমন কার্যকলাপ আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি। তাই তালাক দেওয়ার সিদ্ধান্ত নেই। তালাক দেওয়ার পর দুধে গোসল করি।’
সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম সেলিম বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দেখেছি। পরে খোঁজ নিয়ে জানতে পারি, উভয় পরিবারের সম্মতিতে বিবাহবিচ্ছেদ ঘটেছে।’
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩