স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম নগরের বন্দর থানার কলসী দীঘিরপাড় এলাকায় এক নারীকে শ্বাসরোধ করে হত্যার মামলায় তাঁর স্বামী মো. পেয়ার আহাম্মদ প্রকাশ রিপনকে (৩৯) সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার রাতে র্যাব-৯ ও র্যাব-৭ এর টিম সিলেটের গোয়াইনঘাট থানার বগাইয়া হাওর এলাকার একটি বাড়ি থেকে পেয়ার আহাম্মদকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, পারিবারিক কলহের জেরে পেয়ার আহাম্মদ স্ত্রী হালিমাকে (২৮) হত্যা করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ দম্পতি দুই সন্তানসহ চট্টগ্রামের কলসী দীঘিরপাড় এলাকায় থাকতেন।
ওই বাসার কেয়ারটেকার গত ১৬ আগস্ট দুপুরে নিহতের ভাই মো. ইমরানকে জানিয়েছিলেন, হালিমার ঘর থেকে দুই দিন কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। তাই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে হালিমার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই মো. ইমরান বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন। ঘটনার পর থেকে পেয়ার আহাম্মদ পলাতক ছিলেন।
গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাতে র্যাব-৭ (চট্টগ্রাম) এবং র্যাব-৯ (সিলেট)–এর যৌথ অভিযানে পেয়ার আহাম্মদকে গ্রেফতার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে র্যাব।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরিফ-উল- আলম বলেন, পেয়ার আহাম্মদ পেশায় রাজমিস্ত্রি। তিনি নিয়মিত কাজ করতেন না। বেশিরভাগ সময় বেকার অবস্থায় ঘোরাফেরা এবং মানুষের কাছে টাকাপয়সা ধার করতেন। টাকাপয়সার জন্য তিনি স্ত্রী হালিমাকে মারধর করতেন। একপর্যায়ে হালিমাকে হত্যা করেন পেয়ার আহাম্মদ।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩