Social Bar
আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত কাস্টোডিয়ান অব দ্য টু হোলি মস্ক ক্যামেল ফেস্টিভ্যাল ২০২৫-এ নারীদের অংশগ্রহণ দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। গত বছরের তুলনায় এবারের আসরে নারীদের অংশগ্রহণ শতভাগ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।
নারীদের অংশগ্রহণ বাড়ার কারণে আয়োজক কমিটি এবার একটি নতুন রেস সংযোজন করেছে, যেখানে ১৮ জন সৌদি নারী উট দৌড় প্রতিযোগী হিসেবে অংশ নিচ্ছেন।
উট দৌড়ের এই বিশেষ আয়োজনটি সৌদি ক্যামেল ফেডারেশন কর্তৃক আয়োজিত এবং উৎসবটির দ্বিতীয় সংস্করণ শুরু হয়েছে ২৭ জানুয়ারি। রিয়াদের জনাদ্রিয়া ক্যামেল রেস ট্র্যাকে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, যা ৩১ জানুয়ারি শেষ হবে।
গত বছর অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৯টি দেশের ১৫ জন নারী অংশ নিয়েছিলেন। এবার ১২টি দেশের মোট ৩০ জন নারী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এবারের আসরে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে আলজেরিয়া, বাহরাইন, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ওমান, পোল্যান্ড, সৌদি আরব, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও ইয়েমেন।
এবার নারীদের অংশগ্রহণ বৃদ্ধির পাশাপাশি পুরস্কারের পরিমাণও বাড়ানো হয়েছে। গত বছর নারীদের জন্য নির্ধারিত পুরস্কারের পরিমাণ ছিল ১,৮৮,০০০ সৌদি রিয়াল, যা এবার বেড়ে ৩,৭৬,০০০ সৌদি রিয়ালে উন্নীত হয়েছে। এবারের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী নারী প্রতিযোগী পাবেন ৬০,০০০ সৌদি রিয়াল।
প্রতিযোগিতার মোট পুরস্কার ৭০ মিলিয়ন রিয়াল
উট দৌড়ের এই প্রতিযোগিতা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ইভেন্ট হিসেবে বিবেচিত। এবারের উৎসবে মোট পুরস্কারের পরিমাণ ৭০ মিলিয়ন সৌদি রিয়াল, যা অংশগ্রহণকারী প্রতিযোগীদের জন্য বিশেষ প্রণোদনা হিসেবে কাজ করছে।
উল্লেখ্য, সৌদি আরবে সাম্প্রতিক বছরগুলোতে নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। উট দৌড়ের মতো ঐতিহ্যবাহী খেলায় নারীদের উপস্থিতি নতুন দিগন্তের সূচনা করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩