সোমবার যেমন থাকবে সিলেটের আবহাওয়া

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১৫ জুন ২০২৫, ১১:১০ পূর্বাহ্ণ


সোমবার যেমন থাকবে সিলেটের আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক:
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে আগামী ৭২ ঘণ্টায় সিলেটসহ সারাদেশে ভারি থেকে অতি ভারি বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার (১৪ জুন) আবহাওয়া অফিসের বৃষ্টিপাতের সতর্কবার্তায় এই আভাস দেওয়া হয়।

সতর্কবার্তায় বলা হয়, সোমবার সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

সেই সঙ্গে ভারি বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.2K বার