সেনাবাহিনীর হাতে সিলেট বিভাগের ছাত্রলীগের এক নেতা আটক
২০ মার্চ ২০২৫, ১২:২৯ অপরাহ্ণ


স্টাফ রিপোর্টার:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রাসেল মিয়াকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে।
বুধবার (১৯ মার্চ) দুপুর ১২টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন আরাফি তাজওয়ার আমিনের নেতৃত্বে আজমেরিগঞ্জ উপজেলার জলসুকা ভূমি অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাশেল উপজেলার উলুকান্দি গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রজব আলীর ছেলে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, শায়েস্তাগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার এজহারভুক্ত আসামি হিসেবে সেনাবাহিনীর একটি অভিযানিক টিম তাক আটক করে থানায় হস্তান্তর করেছেন।
এই সংবাদটি পড়া হয়েছে : 985 বার